‘Essay’ তো লিখছি, কিন্তু সঠিক নিয়ম কি মানছি

‘Essay’ আমাদের সবার কাছেই অতি পরিচিত একটি শব্দ। তবে বেশির ভাগ শিক্ষার্থীই এই ‘Essay’ লেখার সঠিক নিয়ম না জানায় প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকে। একাডেমিক পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা এমনকি আইইএলটিএস (IELTS) ও টোয়েফেল (TOEFL)-এর মতো পরীক্ষায় সঠিক নিয়মে ‘Essay’ লিখতে না পারায় আমরা আশানুরূপ ফলাফল অর্জনে ব্যর্থ হই। তাই ‘Essay’ লেখার সঠিক নিয়ম জানা আবশ্যক।

‘Essay’ কী

‘Essay’ বলতে মূলত একটি লিখিত রচনাকে বোঝায়, যা কোনো একটি নির্দিষ্ট বিষয় বা ধারণাকে যুক্তি, চিন্তাভাবনা বা আবেগ প্রকাশের মাধ্যমে উপস্থাপন করা হয়। বেশির ভাগ ‘Essay’ সাধারণত ৩৫০ থেকে ৩০০০ শব্দের মধ্যে দেখা যায়। তবে এর বেশিও হতে পারে।

প্রতীকী ছবি: প্রথম আলো

‘Essay’ লেখার সঠিক নিয়ম

‘Essay’ লেখার ক্ষেত্রে কাঠামো বা গঠন কী হবে, সে ব্যাপারে অনেকেরই ধারণা নেই। এ ক্ষেত্রে কাঠামোটি সহজভাবে বুঝতে হলে, একটি স্যান্ডউইচের কথা চিন্তা করা যেতে পারে।
*স্যান্ডউইচের ওপরের অংশ—Introduction
*স্যান্ডউইচের মাঝের অংশ—Body Paragraph (1st, 2nd, 3rd)
*স্যান্ডউইচের শেষের অংশ—Conclusion

এবার বিস্তারিত আলোচনায় আসা যাক। একটি আদর্শ ‘Essay’-তে মূলত পাঁচটি অংশ বা ‘para’ থাকে।

.Introduction
.1st Body Paragraph
.2nd Body Paragraph
.3rd Body Paragraph and
.Conclusion

এ ছাড়া ‘Essay’ লিখার শুরুতেই একটি যুক্তিযুক্ত Title ‘Essay’টিতে অনন্য মাত্রা যোগ করে।

Title বা শিরোনাম

একটি ‘Essay’-তে Title বা শিরোনাম লেখার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে ভুলটি করি, সেটি হলো সরাসরি Topic তুলে দেওয়া। কাজটি করা থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকতে হবে। সরাসরি Topic না তুলে এমন কিছু যদি আমরা উপস্থাপন করতে পারি, যা আমাদের Topicটিকে প্রতিফলিত করছে, তাহলে আমাদের ‘Essay’-র শুরুটা অত্যন্ত আকর্ষণীয় হয়। উদাহরণস্বরূপ: আমরা যদি ‘MY Mother’ topic-এ essay লিখতে চাই, সে ক্ষেত্রে title হিসেবে আমরা ‘No One Like You, Ma’ sentence-টি ব্যবহার করতে পারি। এতে পাঠকদের আমাদের essay-এর মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণার পাশাপাশি essay-টি পড়ার একটি আলাদা আগ্রহ তৈরি হবে।

Introduction বা সূচনা

Introduction বা সূচনার তিনটি গুরুত্বপূর্ণ ধাপ হলো—Hook, Topic Sentence এবং Thesis Statement।

. Hook হলো মূলত একটি opening statement, অর্থাৎ first sentence in an essay, যা মূলত পাঠকদের essayটি পড়ার ক্ষেত্রে মনোযোগ আকর্ষণ করে। Essay-র topic অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের hooks ব্যবহার করতে পারি। সেটি হতে পারে Question, Quote, Statistics or Anecdote।

. Topic Sentence introduction-এর গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত essay-এর main idea-কে উপস্থাপন করে এবং পাঠকদের পুরো essay-এর summary বুঝতে সহযোগিতা করে।

. Thesis Statement হলো পুরো essay-তে যা বলা হবে, তারই road map বা মূলভাব, যা মূলত একটি বাক্যের সাহায্যে উপস্থাপন করা হয়। এ ক্ষেত্রে তিনটি point উল্লেখ করাই শ্রেয়। যেমন আমরা যদি কোনো ব্যক্তি সম্পর্কে লিখি, সে ক্ষেত্রে আমরা তার physical appearance, personality এবং work-কে thesis statement হিসেবে ব্যবহার করতে পারি। এই তিন thesis Statement-কেই আমরা পরবর্তী সময় তিনটি Body paragraph-এ বিস্তারিত আলোচনা করব।

Body Paragraph

* Body Paragraph-এ মোট তিনটি অংশ থাকে। 1st, 2nd and 3rd Body Paragraph.
* Thesis statement-এর 1st point 1st body paragraph
* Thesis statement-এর 2nd point 2nd body paragraph এবং
* Thesis statement-এর 3rd point 3rd body paragraph-এ describe করতে হবে।
* তবে এ ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখা জরুরি। প্রতিটি paragraph-এ main idea, supporting details এবং concluding sentence থাকতে হবে।
. Main Idea: এ পর্যায়ে নির্দিষ্ট paragraph-এর মূল ধারণাকে উপস্থাপন করা হয়।
. Supporting Details: এ পর্যায়ে নির্দিষ্ট paragraph-এর main idea-কে প্রতিষ্ঠিত করতে সহায়ক তথ্য, উদাহরণ কিংবা সমীক্ষা প্রদান করা হয়।
. Concluding sentence: এ পর্যায়ে নির্দিষ্ট paragraph-এর পুরো আলোচনার একটা মূল প্রতিপাদ্য উপস্থাপন করতে হয়।

এভাবে body paragraph-এর তিনটি para সাজিয়ে লিখতে হয়।

প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

Conclusion

‘Rewrite the thesis’, অর্থাৎ thesis statement-এর main idea নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। যেখানে paraগুলোর মূল আলোচনার একটি সারমর্ম সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে হবে।। সবশেষে পুরো essay’র আলোচনার ওপর ভিত্তি করে সমাপ্তিসূচক ভঙ্গিতে প্রতিপাদ্য দিয়ে ইতি টানতে হবে।

ভালো Essay লেখার টিপস

উপরিউক্ত নিয়মগুলো লক্ষ রাখার পাশাপাশি Essay লেখার ক্ষেত্রে পাঠকদের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে কিছু বিষয়ে লক্ষ রাখা আবশ্যক। Essay লেখার বিষয় নির্ধারণের ক্ষেত্রে আপনার আগ্রহ এবং স্পষ্ট ধারণা আছে, এমন কোনো বিষয়কে নির্ধারণ করা উচিত। বিষয়টি যেন Broad এবং Common হয়, অর্থাৎ বিষয়টিকে অবশ্যই বিস্তৃত হতে হবে এবং সেই বিষয় সম্পর্কে মানুষ পরিচিত বা অবগত, এদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন।

বিষয়বস্তুর সঙ্গে মানুষ যদি পরিচিত না হয়, তবে তা বুঝতে পাঠকদের বেগ পেতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই আলোচনাকে যথাসম্ভব সহজবোধ্য করে তুলতে হবে এবং প্রয়োজনীয় প্রেক্ষাপট বা পটভূমিসহ আলোচনা করতে হবে।

বিষয় নির্ধারণের পর, পুরো বিষয়টির আলোচনার একটি Thesis বা Central idea দাঁড় করাতে হয়। একজন লেখক পুরো আলোচনায় সেই Thesis বা Central idea-কে ব্যাখ্যা করে থাকেন।

এ ছাড়া আমরা Essay লেখার সময় কিছু Transition word ব্যবহার করতে পারি। এগুলো আমাদের স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন মতামত প্রকাশে সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন sentence এবং para-র মধ্যে সম্পর্ক স্থাপন ও তুলনা করতে সাহায্য করে। যেমন and, again, and then, besides, equally important, further, furthermore, nor, too, next, what’s more, moreover, in addition, in short, above all, lastly, finally ইত্যাদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top